স্টাফ রিপোর্টার :
চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত শাকিল ওই ইউনিয়নের কুলাসার গ্রামের ছালেহ আহমদ বদু মিয়ার পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও দলীয় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় নিহত জামাল উদ্দিন প্রকাশ বাক্কা জামাল হত্যা মামলার প্রধান আসামী সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর ভাতিজা আবদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আজ সোমবার সকালে অতর্কিত হামলা চালিয়ে শাকিলকে হত্যা করে।আলকরা ইউপির বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল তথ্য নিশ্চিত করেছেন।