:
স্টাফ রিপোর্টার : ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে ফেনীতে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে শিক্ষকরা। ফেনী সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে গতকাল সোমবার জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধনে অংশ নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ প্রফেসর মো: আবু নছর ভূইঁয়া, বিসিএস সাধারন শিক্ষা সমিতি ফেনী জেলা ইউনিটের সাধারন সম্পাদক শামীম আকতার, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: মোশারফ হোসেন প্রমুখ শিক্ষকগণ। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়।