অনলাইন ডেস্ক নিউজ :
প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিলো জিম্বাবুয়ে। সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা। রানের চাকা কচ্ছপ গতিতে চললেও উইকেট আগলে দাঁড়িয়ে আছেন সিকান্দার রাজা ও পিটের মোর। রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৩। ৭৯ বল থেকে ৪২ রান নিয়ে ব্যাট করছেন সিকান্দার রাজা। বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছে এই দুই দল। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। সলোমন মিরে ও ক্রেইগ এরভিনকে ফেরান তিনি। দলীয় ৩০ রানের মাথায় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজাকে ফিরে জিম্বাবুয়েকে চাপে ফেলেন টাইগার অধিনায়ক মাশরাফি। সেই চাপে ধুঁকে ধুঁকে পথ চলছে জিম্বাবুয়ে। দলীয় ৫১ ও ব্যক্তিগত ২৪ রানে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন ব্রেন্ডন টেইলর। সিকান্দার রাজা একপ্রান্ত আগলে ডুবন্ত তরীর ঝান্ডা ধরে রেখেছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।