অথার নাম :
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে। “কিডনি ও অন্যান্য অংগের জটিলতার উৎস ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ডায়াবেটিক রোগ সম্বন্ধে জনসাধারণকে সচেতন করার লক্ষে রবিবার সকালে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ফেনী ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। র্যালীটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে আরম্ভ হয়ে ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, সদস্য আলহাজ্ব হারুন-অর রশীদ মজুমদার, আবুল কাসেম, মোঃ আমিনুর রহমান, জহিরুল আলম জহির, ফরিদ আহমদ ভূঞা এবং সমিতির আজীবন সদস্যবৃন্দ ও হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জিএ একাডেমী, পৌর বালিকা বিদ্যা নিকেতন, বালিকা বিদ্যা নিকেতন এর বয় স্কাউটস, গার্লস গাইড, জয়নাল হাজারী কলেজের রোভার স্কাউটস, বিএনসিসি, রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল, ফেনী অপূর্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করে।