:
শহর প্রতিনিধি : ফেনী পোয়েট সোসাইটির সভাপতি সদ্য প্রয়াত কবি মাহবুব আলতমাসের স্মরণসভা গতকাল বুধবার বিকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সোসাইটির সিনিয়র সহ-সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও কবি এডভোকেট সাইফুদ্দিন শাহীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর রফিক রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে কবি মাহবুব আলতমাসকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন কবি ইকবাল আলম, কবি ওবায়েদ মজুমদার, কবি বকুল আক্তার দরিয়া, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, নজরুল একাডেমী জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কবি সাহিদা সাম্য লীনা, হেলাল শাহাদাত, নাজিম উদ্দিন ভূঞা, উম্মে কুলছুম মুন্নি, ফরিদা আক্তার মায়া, সৈয়দা রেহানা ইয়াছমিন, ফজলুল করিম পন্ডিত, মোছলেহ উদ্দিন মুসলিম, এম এ ওয়াদুদ, শাহআলম প্রমুখ। অনুষ্ঠানে নজরুল একাডেমী জেলা সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি চৌধুরী ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন প্রমুখ। কবি মাহবুব আলতমাসের কবিতা থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পী শাওন।