অনলাইন ডেস্ক নিউজ :
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেন ফেনী জেলা যুবদল সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম জামিন দিলে গতকাল সোমবার তাকে ফেনী জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচীতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক। এরপর তাকে ৩৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। বেশ কয়েকবার শোন-এ্যারেষ্ট দেখানো হলে আদালতে ৪১টি মামলার সবকটিতে জামিন পান। তার মুক্তির পর কারা ফটকের সামনে ফুলেল শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা জড়ো হন।