:
স্টাফ রিপোর্টার : ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, ফেনীর সাংস্কৃতিক কর্মীদের জন্য যে কোনো সময় যেকোনো কাজে আমার দুয়ার সবসময় খোলা। আপনাদের প্রানের দাবি শহীদ জহির রায়হান হল পূননির্মান অবশ্যই হবে। এর জন্য যা যা করার আমি না থাকলেও করবো। আপনাদের আবেগ-অনুভূতি আমি সবসময় অনুভব করতাম। নোয়াখালীর সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ফেনী।
গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাত আরা যুথী। শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য এডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূইয়া, নোয়াখালী জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেবনাথ, নাট্য সংগঠক নারায়ন নাগ, পায়রা শিশু কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শান্তি চৌধুরী, ফেনীর ঢোলের প্রধান সমন্বয়ক বখতেয়ার মুন্না, সুবচন নাট্যদলের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম, সংগীত শিক্ষার্থী সম্মিলন এর সভাপতি অজয় দাস, কিশোর থিয়েটারের প্রধান নির্বাহী বাপ্পি পোদ্দার, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অরুপ দত্ত, নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু, কবি শাবিহ মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমীর ফ্লিম সোসাইটির মূখ্য সম্পাদক রাসেল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এমএফ রহমান মিলন প্রমুখ। কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী ও উত্তম দেবনাথ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।