অনলাইন ডেস্ক নিউজ :
এবার সৌদি আরবের আকাশে ডানা মেলতে যাচ্ছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। প্রথম গন্তব্য সৌদির ৩য় বৃহত্তম বাণিজ্যিক শহর দাম্মাম। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা থেকে দাম্মাম উড়তে শুরু করবে রিজেন্ট। এটি রিজেন্টের ৮ম আন্তর্জাতিক এবং মধ্যপ্রাচ্যের ৩য় গন্তব্য। শনিবার বিমানসংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে সপ্তাহে ৪ দিন ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে চলাচল করবে রিজেন্ট। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার রাত ৯:১৫ টায় ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১২.:৫০ টায় দাম্মাম পৌঁছবে। সেখান থেকে মধ্যরাত ১:৫০ টায় ছেড়ে সকাল ৯:৪৫ টায় ঢাকা এসে পৌঁছাবে। আগামী জুন মাস থেকে এই রুটে প্রতিদিন চলাচল করবে রিজেন্ট।
রিজেন্ট বহরে সদ্যযুক্ত ১৭৬ আসনের নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি চলাচল করবে এই রুটে। এতে ৮টি বিজনেস এবং ১৬৮টি ইকোনমি আসন রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সব ধরনের করসহ ঢাকা থেকে দাম্মাম সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২০,৮৩৮ টাকা এবং রিটার্ন ৫৩,৩৯৫ টাকা। অন্যদিকে দাম্মাম থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ৭০০ সৌদি রিয়াল এবং রিটার্ন ১৪২২ রিয়াল। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দাম্মাম থেকে আসার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন।
এছাড়া দাম্মামের সাথে ৪ শো কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাসটি রিয়াদ থেকে বাংলাদেশগামী যাত্রীদের নিয়ে রাত ৭:৫০ টায় ছেড়ে রাত ১১.৫০ দাম্মাম কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আবার সেখান থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের নিয়ে মধ্যরাত ২.৫০ ছেড়ে সকাল ৬.৫০ টায় রিয়াদ পৌঁছবে বাসটি।
বর্তমানে রিজেন্ট এয়ারওয়েজ মাসকাট, কাতার, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে চলাচল করছে। বহরে রয়েছে ৬টি বোয়িং এবং ২টি ড্যাশ-৮ উড়োজাহাজ।