দৈনিক ফেনীর সময়

অচেতন করে টাকা ছিনতাই, সোনাগাজীর সেই ব্যবসায়ীর মৃত্যু

অচেতন করে টাকা ছিনতাই, সোনাগাজীর সেই ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাইয়ের শিকার দেলোয়ার হোসেন (৫৩) মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দেলোয়ার হোসেন উপজেলার মতিগঞ্জ বাজারে ধান, চাল ও ডালের পাইকারি ব্যবসা করেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে দোকানে ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়।

তার ছেলে গোলাম মাওলা বলেন, বৃহস্পতিবার দুপুরে পাওনা পরিশোধের জন্য দেলোয়ার হোসেন ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। পরে তার দোকানে চলে আসার কথা ছিল। তবে দুপুরের পর তার বাবাকে পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ধারণা, নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে তার বাবাকে অজ্ঞান করা হয়েছিল।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার দুপুরের পর কয়েকজন লোক দেলোয়ার হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। দেলোয়ার হোসেনকে নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করা হচ্ছে। তবে পুলিশ তথ্যপ্রযুক্তি ও পৌর শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!