নিজস্ব প্রতিনিধি :
জেলা ও বিভাগীয় পর্যায়ে সবসময় পারফরম্যান্স করেন ফেনীর শাহরিয়ার আহমেদ। এবার ইয়ুথ ক্রিকেট লীগের ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়ে ক্রীড়াঙ্গনে আলোচনায় সর্বত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টরদেরও নজর কাড়ে। এবার ফলস্বরূপ বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের হয়ে শ্রীলংকা সফরে রয়েছেন উদিয়মান ক্রিকেটার শাহরিয়ার।
আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে আজিজুল হাকিম তামিম ও শাহরিয়ার সহ যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে। গতকাল সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। দেশ ছাড়ার আগে মিরপুর একাডেমি মাঠে দলীয় ফটোসেশনে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এর আগে গত শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।
শাহরিয়ার ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে সাফিয়াবাদ মৃধা বাড়ীর কবির আহমেদ ও রাসেদা দম্পত্তির ছোট ছেলে।
জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন জানান, ফেনী জেলা থেকে শাহরিয়ার অনুর্ধ ১৯ দলে সুযোগ পেয়েছে। সে ফেনী ক্রিকেট একাডেমিতে ছাত্র ছিল। এর আগে এ জেলা থেকে সাইফ উদ্দিন অনুর্ধ ১৯ দলে সুযোগ পেয়ে জাতীয় দলেও কৃতিত্বের সাক্ষর রাখে।