fenirshomoy logo black


নিজস্ব প্রতিনিধি :

ফেনী সরকারি কলেজের প্রধান ফটক ও সড়কের ফুটপাতে বসা অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার অশোক বিক্রম চাকমা এ অভিযান পরিচালনা করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সরকারি কলেজ গেইটে অন্তত ১০টি অস্থায়ী দোকান বসানো হয়। এ দোকান থেকে প্রতিমাসে চাঁদাবাজীর তথ্যবহুল সংবাদ সোমবার দৈনিক ফেনীর সময় এ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসনের সহকারি কমিশনার অশোক বিক্রম চাকমা কলেজ গেইটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় সেখানে ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে যানচলাচল ও পথচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ৪টি দোকান উচ্ছেদ ও জরিমানা করা হয়। পরবর্তীতে এখানে কোন ধরনের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশনা দেন।


ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন জানান, অভিযানের সময় আটক করা ৪টি অস্থায়ী দোকান জব্দ করে পৌরসভায় রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!