নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আকরামুজজমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০২০ সালের এদিন ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এ আইনজীবী ও রাজনীতিক।
আকরামুজজামান ছিলেন ফেনীতে রোটারির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন। ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনীর মহকুমার সাধারণ সম্পাদক হন তিনি। ১৯৯০ সালে আকরামুজ্জামান আওয়ামীলীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামে কমর জিয়ারত ও কবর জিয়ারত করা হবে।
তার ভাতিজা সাংবাদিক আসাদুজ্জামান দারা জানান, মৃত্যুবার্ষিকীর দিনে পরিবারের উদ্যোগে গ্রামের বাড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ছাড়াও মিলাদ-দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।