দৈনিক ফেনীর সময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন ফেনীর কৃতি সন্তান গোলাম মর্তূজা

নিজস্ব প্রতিনিধি :

বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা। এছাড়া বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি। ট্রাইব্যুনালের বিচারপতিরা এই মাসের মধ্যেই হয়তো বসতে পারেন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের আনুষ্ঠানিকতা রাতের মধ্যে শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্টের পরামর্শ চলে এসেছে। আমরা সামারি পড়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে অবস্থা ছিল, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমরা এতে অনেক সংশোধন এনেছি। যেমন- আসামিপক্ষ যেকোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন, যেকোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অবজার্ভার হিসেবে থাকতে পারবে। সাক্ষ্য আইনের ক্ষেত্রে ডিজিটাল সাক্ষ্যের যথেষ্ট গ্রহণযোগ্যতার বিধান এনেছি।

আসিফ নজরুল উল্লেখ করেন, অপরাধের সংজ্ঞার ক্ষেত্রেও আমরা রোম স্ট্যাটিউট মোতাবেক করার চেষ্টা করেছি। এসব সংশোধনী নিয়ে আমরা অংশীজনদের মতামতও নিয়েছি। এসব সংশোধনী হয়তো এ মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু সংশোধনীর জন্য বিচার আটকে থাকবে না।

তিনি বলেন, এখন যে অবস্থা আছে, এ অবস্থাতেই বিচার শুরু হতে পারে। আমাদের দুর্ভাগ্য, জুলাই-আগস্টে গণহত্যায় যারা দায়ী ছিল বলে আমরা মনে করি, যারা প্রকাশ্যে গুলির হুমকি দিয়েছে, তাদের অনেকেই গ্রেপ্তার হননি, আত্মগোপনে আছেন। পলাতকদের বিচারের বিধান এই আইনে আছে।

মো: গোলাম মর্তুজা মজুমদার জেলা ও দায়রা জজ পদে কর্মরত থেকে অবসরগ্রহন করেন। তিনি একজন সৎ ও বিনয়ী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত। ১৯৬০ সালের ১৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে বিসিএস পাশ করে ১৯৮৩ সালের ২০ এপ্রিল চাকুরীতে যোগদান করেন। জেলা ও দায়রা জজ এর চাকরী থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারী অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকুরী জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!