নিজস্ব প্রতিনিধি :
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, ‘মাদরাসার শিক্ষার্থীরা যাতে ক্যারিয়ার গঠনের মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে সেই বিষয়টির প্রতি বিশেষভাবে জোর দিতে হবে। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক জ্ঞানও হাসিল করতে হবে। মাদরাসার শিক্ষার্থীরা হচ্ছে নায়েবে রাসুল (স.)। এজন্য তাদের নৈতিক চরিত্রবান সম্পন্ন নাগরিক হিসাবে গড়ে ওঠেতে হবে। বড় মানুষ হতে হলে অধিক পরিশ্রম করতে হয়, এটাই পৃৃথিবীর ইতিহাস। যারাই পৃথিবীতে বড় মানুষ হয়েছে তারা পরিশ্রম করে তাদের সোনালী ইতিহাস রচনা করে গেছেন। দেশের অর্ধেকের ও বেশী সংখ্যক নারী। ইসলামী পরিবার গঠনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশী। তাই নারী শিক্ষা প্রসারে মাদরাসার ছাত্রীরা অন্যন্য ভূমিকা রাখতে পারে।
গতকাল সোমবার সকালে সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার কামিল ১ম ব্যাচ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউছুপ খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সভাপতি প্রফেসর ড. মো: শাহজাহান আল মাদানী এবং সেক্রেটারি জেনারেল ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্পোরেট ডিরেক্টর আলহাজ্ব শামছুল হক এম.কম প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিলয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ হোসাইন।
এদিকে অনুষ্ঠান শেষে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও খাগড়াছড়ি জেলার ফাজিল-কামিল মাদরাসা সমুহের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাদরাসা শিক্ষার ভবিষ্যত সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মতবিনিয়ম সভা করেন ইসলামী আরীব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শামছুল আলম।