নিজস্ব প্রতিনিধি :
ঈদের দ্বিতীয় দিনে আজ রবিবার ফেনী শহরের মহিপাল বিজয়সিংহ দীঘির পাড়ে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দুপুর থেকে এখানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করেন। এছাড়া শহরতলীর কাজিরবাগ ইকোপার্ক ও সোনাগাজীর মুহুরী প্রজেক্টে অন্যসময়ের চেয়ে ভিড় বেশি ছিল। ঈদের ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে তারা ঘুরে বেড়িয়েছেন দাগনভূঞার প্রতাপপুর জমিদার বাড়ি ও ছাগলনাইয়ার বাশের কেল্লা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এসব বিনোদন কেন্দ্র সন্ধ্যাপর্যন্ত দর্শনার্থীদের পদভারে মুখর ছিল। উচ্ছ¡সিত দর্শকরাও যে যার মতো ছবি তুলে নিচ্ছেন।
দুপুরে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঘুরে ঘুরে দর্শনার্থীরাও সময় কাটিয়েছেন স্ত্রী-সন্তান নিয়ে। ঈদের ছুটি উপভোগ করছেন মন ভরে।
বিজয়সিংহ দীঘির পাড়ে একাধিক দর্শনার্থী জানান, শহরের মধ্যে প্রাকৃতিক পরিবেশে এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আর কোথাও নেই। ফলে ভিড় অনেক বেশি। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারাও রয়েছে। ঈদের ছুটিতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে।