দৈনিক ফেনীর সময়

উৎসবমুখর পরিবেশে শেষ হলো আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা

উৎসবমুখর পরিবেশে শেষ হলো আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি :

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ২০২৪ সালের আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা। শনিবার ফেনী সরকারি কলেজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, সোনাগাজী ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সিলোনীয়া হাই স্কুল কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতামূলক ১৩তম এ আসরে জেলার চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার শিশু শিক্ষার্থী অংশ নেয়। আলোকিত ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় মহতি এ আয়োজন করে দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী।

কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব ও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম। এসময় বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ আলম ভূঞা, যুগ্ম-সম্পাদক আহমেদ আলী বিভোর, গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লুব ব্লেন্ডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ অর্পণ, ব্যবসায়ী ও সমাজসেবক আ.ন.ম আবদুর রহীম সঙ্গে ছিলেন।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতি বছর আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। যাতে করে এই পরীক্ষায় তাদের মেধা, মনন ও চিন্তার ধারাকে বিকশিত করে।

বৃত্তি পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আজম জানান, ২০১০ সাল থেকে জেলায় বেসরকারি উদ্যোগে শুরু হওয়া মেধা প্রতিযোগিতা আলোকিত ফেনী বৃত্তি এখন বৃহৎ আসরে রূপ নিয়েছে। প্রতিব্ছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুর দিকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এলেও ২০১৭ সাল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ করা হয়। প্রতি শ্রেণিতে ২০ জন ব্রিলিয়ান্ট গ্রেড সহ প্রথম থেকে ৮ম শ্রেনীর ৪শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

আগামী ১৬ নভেম্বর ফেনী আলিয়া কামিল মাদরাসা, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা ও দাগনভূঞা আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে মাদরাসা শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!