শহর প্রতিনিধি :
ফেনী জেলা ট্রাক (মিনিট্রাক), কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা, নির্বাচন, পরিবহনে স্টিকার বাণিজ্য, সাধারণ শ্রমিকদের সদস্যপদ অন্তর্ভুক্তকরণ, শ্রমিকদের মৃত্যু কার্ড, ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম না থাকা এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন দাবিতে সভাপতি মোহাম্মদ আলী সহ বর্তমান কমিটির বিরুদ্ধে শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রমিকরা। সোমবার কুমিল্লা আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাতে তারা এ সংক্রান্ত অভিযোগের কপি জমা দেন।
এসময় কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামন ও শ্রম কর্মকর্তা মো: তাজুল ইসলাম ছাড়াও ফেনী জেলা ট্রাক (মিনিট্রাক), কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা জসিম উদ্দিন, মো: জাহাঙ্গীর, তোফায়েল আহমদ, ইয়াছির আরাফাত দিলু, মো: খুরশিদ, শাহআলম, জিয়াউদ্দিন, বাহার, মামুন, সাইফুল, শুক্কুর, নুর করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, দপ্তরের বিধিমালা এবং শ্রমিক সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোন ধরনের প্রহসন ছাড়া সুষ্ঠু নির্বাচন করার জন্য উভয়পক্ষের সাথে আলাপ করে নির্বাচনের তারিখ ও ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে সেখানে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। অন্যথায় একতরফা কোন কার্যক্রম পরিচালিত করতে দেওয়া হবে না এবং যারা নির্বাচন বহির্ভূত কাজ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।