শহর প্রতিনিধি :
ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে চারুকারু স্কুলের দুইযুগ পূর্তি উপলক্ষ্যে তিনদিনব্যাপী বর্ণাঢ্য চিত্রকর্ম প্রদর্শনী শেষ হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদীন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আইডব্লিউএস এর কান্ট্রি সভাপতি চিত্রশিল্পী মো: কাওসার হোসেন। সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সূত্রধর।
পাঁচ ক্যাটাগরিতে ৬ থেকে ১৮ বছর বয়সের ৭৯ জন শিশুশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিভিন্ন মাধ্যমে শিশুরা তাদের মনের মাধুরী মিশিয়ে ছবি এঁকেছে। পেন্সিল, জল রং, এ্যাক্রিলিক বিশেষভাবে এই তিনটি ধারার চিত্রকর্ম দেখা গেছে। ক্যানভাসে আঁকা ১১টি চিত্রকর্ম সহ শতাধিক চিত্রকর্ম প্রদর্শনী কক্ষটিকে করেছে আলোকিত।
এর আগে রবিবার বিকালে উদ্বোধন হওয়া প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীর সাজসজ্জা ছিলো বেশ পরিপাটি। শিক্ষার্থী শিশু শিল্পীদের আঁকা মাটির সরায় টেরাকোটার ছবিগুলো ছিলো বেশ চমৎকার। মাটির সরা ও সুপারি পাতার খোল দিয়ে তৈরি পাত্রে শিশু শিল্পীদের আঁকা টেরাকোটার কাজে বিশেষ দৃশ্যসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করেছে।