নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এডভোকেট এম. শাহজাহান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শহরের জেল রোডের সমবায় সুপার মার্কেটের ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, সাজু চব্বিশের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতা গণহত্যা সহ একাধিক মামলার আসামী। তিনি জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দাগনভূঞার ১নং সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি প্রয়াত গডফাদার জয়নাল আবদীন হাজারীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।