দৈনিক ফেনীর সময়

জিয়া খোন্দকারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

জিয়া খোন্দকারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

সদর প্রতিনিধি :

আজ ১৭ জানুয়ারি রাজনীতিক, সমাজ ও সংস্কৃতিকর্মী জিয়া খোন্দকার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় দুই মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৭ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

জিয়া খোন্দকার এর রাজনীতি ও সাহিত্য চর্চার শুরু ফেনী থেকেই। তৎকালীন বৃহত্তম ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের মাধ্যমে ফেনীতে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। পাশাপাশি সাহিত্য পত্রিকা সচিত্র সোনার হরিণ এর প্রতিষ্ঠাকর্মী ছিলেন। এরপর ঢাকাতে রাজনীতি শুরু করেন। ঢাকা টিএন্ডটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি), জাসদ ছাত্রলীগের মহানগর ও কেন্দ্রীয় কমিটি, সর্বশেষ জেএসডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ঢাকায় ফেনীবাসির কাছে তিনি এক পরিচিত মুখ ছিলেন। ফেনী জেলা ছাত্র সমিতি, ফেনী যুব সমিতি ও ফেনী সমিতি, ঢাকার একজন সংগঠক ছিলেন। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চা চালিয়ে যান। পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ছিলেন।

জিয়া খোন্দকার ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক মরহুম এ. কে শফি উল্যাহ খোন্দকারের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা কলেজের অধ্যক্ষ ও বিসিএস শিক্ষা সমিতির সাবেক সভাপতি আই কে সেলিম উল্যাহ খোন্দকার, ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ. কে শহীদ উল্যাহ খোন্দকার মরহুমের ছোট ভাই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!