শহর প্রতিনিধি :
আগামী ৩১ মে অনুষ্ঠেয় ফেনী জেলা শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে হারুনুর রশিদ ভূঁইয়া ও মোহাং আলমগীর চৌধুরী প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা শিক্ষক পরিবারের আয়োজনে গতকাল রবিবার বিকাল ৪টায় শহরের মডেল হাই স্কুলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি পদপ্রার্থী মো. হারুন অর রশিদ ভূঁইয়া। সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা শিক্ষক সমিতির বর্তমান সমিতির সদস্য সচিব মোহাং আলমগীর চৌধুরীর সঞ্চালনায় পরিচিত সভায় উপদেষ্টাদের থেকে বক্তব্য রাখেন লস্করহাট এসসি লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফরিদ আহমেদ, উপজেলা পর্যায়ের শিক্ষক প্রতিনিধিদের থেকে বক্তব্য রাখেন বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফুলগাজীর করইয়া কালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল বারী, ছাগলনাইয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, পরশুরামের চন্দনা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক হাবিবুর রহমান মজুমদার, দাগনভূঞার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ ও সোনাগাজীর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মুহাম্মদ মহিউদ্দিন।
প্রসঙ্গত; নির্বাচনে ৪৩৬ জন শিক্ষক ভোটার রয়েছেন। তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনে আগ্রহী যেকেউ শিক্ষক ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের দিনক্ষন ধার্য্য রয়েছে। ইতিমধ্যে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শিমুল কান্তি মহাজনকে রিটার্নিং অফিসার ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদকে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দুটি প্যানেল জমা হয়েছে। বর্তমান আহবায়ক হারুনুর রশিদ ভূঁইয়া ও সদস্য সচিব মোহাং আলমগীর চৌধুরী নেতৃত্বাধীন একটি প্যানেল এবং এটিএম সামছুল হক চৌধুরী ও নুরুল আলম নেতৃত্বাধীন অপর একটি প্যানেল ইতিমধ্যে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।