নিজস্ব প্রতিনিধি :
উপজেলা পরিষদ নির্বাচনে দাগনভূঞায় জালভোট দিতে এসে ৪ জন কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। বুধবার দুপুরের দিকে দাগনভূঞা উপজেলার ২৬নং রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হচ্ছেন জয়নারায়নপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রউফের ছেলে জাহিদ হোসেন (১৯), সেরাজুল হকের ছেলে রমজান আলী নোবেল (১৯), রাজাপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিছের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (১৯), নোয়াখালীর সেনবাগ উপজেলার তাহেরপুরের সৈয়দ আহমদের ছেলে সাখাওয়াত হোসেন (১৯)।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, দাগনভূঞাঁর রাজাপুর ভোট কেন্দ্রে আটককৃতরা এখনো ভোটার হয়নি। জালভোট দেয়ার চেস্টাকালে তাদের আটক করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার ৭২টি ভোট কেন্দ্রের ৫৮২টি বুথে ২ লাখ ৩৯ হাজার ১২২ জন ভোটার রয়েছে। এ উপজেলায় প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের মো. দিদারুল কবির রতন ও চিংড়ি মাছ প্রতীকের বিজন ভৌমিক, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন হায়দার ও উড়োজাহান প্রতীকের মোহাম্মদ ইউছুফ আলী প্রার্থী রয়েছেন। এর আগে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তার।