দৈনিক ফেনীর সময়

দূর্গোৎসব : ফেনী রিপোর্টার্স ইউনিটিতে শুসেনের শুভেচ্ছা বিনিময়

দূর্গোৎসব : ফেনী রিপোর্টার্স ইউনিটিতে শুসেনের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি :

ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেছেন, “ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার পরিবেশ। আসলে আমাদের জন্য এসময়টি শারদীয় দূর্গাপূজার সবচেয়ে বেশী ব্যস্ততম একটি সময়। আমাদের কিছুটা ব্যস্ততা রয়েছে। এরপর আপনাদের কাছে ছুটে এসেছি। ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার। ফেনী রিপোর্টার্স ইউনিটি ও ফেনী প্রেস ক্লাবের মত প্রতিষ্ঠান জাতির বিবেক। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানগুলো যখন অসাম্প্রদায়িক চেতনার মূল্যবোধে বিশ্বাস করে, তখন কিন্তু দেশে যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ঘটনায় তারা কিন্তু অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে যাবে।”

রবিবার সন্ধ্যায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম. শাহজাহান সাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, এনটিভি ও জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ।

এসময় ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাবেক সভাপতি ও দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বর্তমান সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, ইউনিটির সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কিশান মোশাররফ, প্রচার সম্পাদক ও মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়, দপ্তর সম্পাদক ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক ও দৈনিক দেশরূপান্তর প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি এম শরীফ ভ‚ঁঞা, সাপ্তাহিক নীহারিকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন ও দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো: সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কেক কেটে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের জন্মদিন উদযাপন করা হয়

শুসেন চন্দ্র শীল আরো বলেন, “জেলায় ১৪৩টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব চলছে। এজন্য সাংবাদিকরা অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। বিগত ২ মাস যাবত আপনারা মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে আসছেন। সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে সাংবাদিকদের ভ‚মিকাও গুরুত্বপূর্ণ। তেমনিভাবে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান অক্লান্ত পরিশ্রম করে পূজা উদযাপনে সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মধ্যদিয়ে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করেছেন এটিকে টিকে রাখার জন্য। ফেনী রিপোর্টার্স ইউনিটি আজকের এ আয়োজন করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

সদর উপজেলা আওয়ামীলীগের এ সাধারণ সম্পাদক আরো বলেন, “আমাদের সমাজটি দিন দিন কেন যেন বন্ধুহীন হয়ে যাচ্ছে। সমাজে একে অপরের বিরুদ্ধে বিদ্ধেষ ছড়ানো প্রতিযোগীতায় নেমেছে। আমাদের প্রতিটি ক্ষেত্র যেন প্রতিযোগীতায় না গিয়ে প্রতিহিংসার দিকে ধাবিত হচ্ছে। যেটি কিন্তু ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের কারোই ধারনা ছিল না। বাংলাদেশে ৫১ বছর পরে এসে হিন্দু সম্প্রদায়ের মানুষের যে কোন আচার-অনুষ্ঠান, পূজা-পার্বনে নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তোলা হবে। আমরা তো মানুষ। আমরা এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে পারস্পরিক সম্পর্ক যত বেশী তৈরি করতে পারবো ততবেশী সমাজে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো সেই অপশক্তিগুলো হ্রাস পাবে। সেই ক্ষেত্রে ফেনী রিপোর্টার্স ইউনিটি আজকে একটি চমৎকার আয়োজন করেছেন। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও শারদীয় শুভেচ্ছা।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, কেবল ঈদ বা পূজায় নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ভীত দৃঢ় করতে সারাবছর হিন্দু-মুসলমান মিলেমিশে থাকতে হবে।

শেষে কেক কেটে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের জন্মদিন উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!