দৈনিক ফেনীর সময়

পদ্মা সেতু উদ্বোধনের দিন ফেনীতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি

পদ্মা সেতু উদ্বোধনের দিন ফেনীতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে ফেনীতেও বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেয়া হযেছে। শহর বর্ণাঢ্যভাবে সাজানোর পাশাপাশি নানা কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের অন্যতম সেরা মেগা প্রকল্প হিসেবে দেশের অর্থায়নেই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৫ জুন উদ্বোধনের দিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো, জেলা পর্যায়ে বেলুন উড়ানো, পেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হবে। ওইদিন সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীর সময় কে জানান, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি আমাদের স্মরণীয় করে রাখা দরকার। এজন্য ফেনী শহরে জাঁকজমকভাবে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে শহরে সাজসজ্জা, তোরণ নির্মাণ, বিলবোর্ড ও ফেস্টুন লাগানো হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় আতশবাজির আলোকচ্ছটায় শহর মেতে উঠবে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ফেনীর সময় কে বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ফেনীতেও উদযাপন করতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি দপ্তর সমূহে আলোকসজ্জা করার নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!