পরশুরাম প্রতিনিধি :
পরশুরামে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ২৩টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: খুরশিদ হাসান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র বণিক, পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক, মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ উপজেলায় ২৩টি প্রতিষ্ঠানিক জলাশয়ে ১২-১৫ সে.মি. সাইজের সর্বমোট ২শ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।