সদর প্রতিনিধি :
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া বাজার এলাকার ফুড এন্ড ফান রেস্টুরেন্টেরর সামনে শুক্রবার দুপুরে সড়ক দূর্ঘটনায় আহত রাজিব চন্দ্র দাসও মারা গেলেন। শনিবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাজিব (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ললিত মোহন দাসের বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।
নিহত রাজিবের বড় ভাই সুমন চন্দ্র দাস জানান, তার ভাই তিনমাস পূর্বে বিয়ে করেছেন। কিন্তু স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়নি কোথাও। ওইদিন বিকেলে কথা হয়েছিলো, ফেনী থেকে এসে নববধূ স্মৃতি রানী দাসকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে। কিন্তু ফেনী থেকে কোম্পানীগঞ্জের বাড়ীতে আসার পথেই পিকআপ তার ভাই রাজীবের অটোরিকশাকে ধাক্কা দেয়। শুক্রবার রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র ফেনী থেকে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সেখানেই মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নববধূ স্মৃতি রানী দাস বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
প্রসঙ্গত; শুক্রবার দুপুরে দূর্ঘটনায় দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী জেসমিন আক্তার (৫৫) ও চট্টগ্রামের ভুজপুরের হেঁয়াকো এলাকার বাসিন্দা মো: সবুজের ছেলে অটোরিকশাচালক আবুল হোসেন (১৮) নিহত হয়।