নিজস্ব প্রতিরিধি :
ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান।
মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউট কমিশনার প্রফেসর বিমল কান্তি পাল, মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও স্থানীয় পৌর কাউন্সিলর আলহাজ্ব হারুন অর রশিদ মজুমদার, সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল কাদের চৌধুরী, রামপুর নাসির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউট সম্পাদক এ কে এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ ও ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক আহমদ আলী।
কর্মশালায় ২৬টি প্রতিষ্ঠানের ৭১ জন রোভার ও গার্লস-ইন রোভার অংশগ্রহণ করেন।