দৈনিক ফেনীর সময়

ফুলগাজীতে ফুটপাত মুক্ত করতে হারুন মজুমদারের নির্দেশনা

ফুলগাজীতে ফুটপাত মুক্ত করতে হারুন মজুমদারের নির্দেশনা

ফুলগাজী প্রতিনিধি :

ফুলগাজী বাজারে যানজট নিরসনে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন নতুন উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার। বুধবার বিকালে বাজার পরিদর্শনে এসে এসব দোকানদারদের মালামাল অপসারনে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি ফুলগাজী গরু বাজারের অস্থায়ী বাজারের জন্য জায়গা পরিদর্শন, যানজট নিরসনের ফুলগাজী রেললাইন পাশ্বের রাস্তা পরিদর্শন, ফুলগাজী বাজারের মধ্যে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এর জন্য জায়গা পরিদর্শন করেন।

এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অনিল বনিক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সেলিম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সাকের, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগের সভাপতি মিজান কোম্পানি, সাধারণ সম্পাদক মো: রাজিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়ামিন কবির প্রমুখ সঙ্গে ছিলেন।

হারুন মজুমদার জানান, আগামী শনিবার যানজট নিরসনে বাজারের ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!