fenirshomoy logo black

অনলাইন ডেস্ক

ফুলগাজী উপজেলার আনন্দপুরে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েল সোসাইটি ফাউন্ডেশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। সবার সর্বসম্মতিক্রমে সাইফুর রহমান মজুমদারকে সভাপতি এবং তৌসিফ সাকিব শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

১৯ এপ্রিল শনিবার বিকালে আনন্দপুর বাজারে সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতি এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, কাজী জাবেদ, আবু বক্কর ছিদ্দিক সাকিল ও আরশাদুর রহমান এনিকে সহ-সভাপতি, শাহিদুল ইসলাম চৌধুরী ফাহিম ও ফোরকান চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, নাঈম উদ্দিন ওপি, নজরুল ইসলাম ও আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ চৌধুরী আবিরকে অর্থ সম্পাদক ও ওমর ফারুক চৌধুরীকে সহ-অর্থ সম্পাদক, মোশারফ হোসেন মাহিনকে দপ্তর সম্পাদক, আশ্রাফুল হক চৌধুরীকে ধর্ম বিষয়ক সম্পাদক, আব্দুল কাদের মারুফকে প্রচার সম্পাদক ও তানভীর হোসেন সিয়ামকে উপ-প্রচার সম্পাদক, ওয়াহিদ উদ্দিন রাফিদকে সাংস্কৃতিক সম্পাদক এবং শাহারিয়া ইবনে আফছারকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও নবগঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাজবীর হাসান সিহাব, কফিল উদ্দিন মাহমুদ চৌধুরী, মেহেরাজ মজুমদার, মিনহাজ মজুমদার, শাফায়েত হোসেন ও নাজমুল ইলাম সিয়াম।

২০১৯ সালে প্রতিষ্ঠিত সেবামূলক মানবিক এ সংগঠনটি করোনা দুর্যোগ, বন্যা সহ বিভিন্ন মানবিক বিপর্যয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন।

Related Articles

১ Comment

Avarage Rating:
  • 0 / 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!