শহর প্রতিনিধি :
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল রাখায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফেনী বড় বাজার এলাকায় সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক। এসময় অবৈধভাবে কারেন্ট জাল বিপণনের অপরাধে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন,১৯৫০ এর ৪ ক ধারা লঙ্ঘনের দায়ে দুটি দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ৫ কেজি ওজনের কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফেনী মডেল থানা পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন। এছাড়া বড় বাজারে মাছ বাজারে চিংড়ি মাছে জেলি ব্যবহার প্রতিরোধেও অভিযান চালানো হয়।