শহর প্রতিনিধি :
ফেনীতে অস্ত্র মামলায় কামরুজ্জামান স্বপন নামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০০৬ সালের ৩১ ডিসেম্বর ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে কামরুজ্জামান স্বপনকে অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার আসামি কামরুজ্জামান স্বপন আদালত থেকে জামিনে বেরিয়ে পালিয়ে যায়। বিচার চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষে ৬জন সাক্ষী উপস্থাপন করে। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ আলোচিত এ মামলার রায়ে আসামী কামরুজ্জামান স্বপনকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি ফরিদ আহমদ হাজারী জানান, রায় ঘোষণার সময় আসামি কামরুজ্জামান স্বপন আদালতে অনুপস্থিত ছিলেন। তাকে গ্রেফতারের দিন থেকে এ রায় কার্যকর হবে।