দৈনিক ফেনীর সময়

ফেনীতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

শহর প্রতিনিধি :

ফেনীতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্নস্থানে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমের অযুহাতে সবজি ও খাদ্যপণ্যের বাজার বেসামাল হয়ে ওঠেছে।

বুধবার ফেনী বড় বাজারে দেখা গেছে, আলু, গাজর, পটল, লাউ, মুলা, ঝালিকুমড়া, কাঁচা পেঁপে, চিচিংগা, পেঁয়াজ, রসুন, টমেটো, করলা, শসা, কাঁচামরিচ, ঢ্যাঁড়শ, বেগুন, বরবটি, শিম,আকরি, কচুর চড়াসহ সব ধরনের নিত্যপণের দাম কেজিতে ২০-৩০টাকা বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি না থাকায় বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। অপর দিকে ব্যবসায়ীরা বলছেন সবজির সরবরাহ সর্বত্র কমে গেছে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি হওয়ায় ঠিকমত পণ্যের সরবরাহ হচ্ছে না। তাই পাইকারী ও খুচরা বাজারে দাম কিছুটা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে বাজারগুলোতে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ২০-৩০টাকা বেড়ে গেছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, বেগুন ৮০ টাকা, শসা ৪০-৫০ টাকা, করলা ৭০-৭৫ টাকা, ঢ্যাডশ ৬০ টাকা, ধনিয়া ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় বাজারের সবজি বিক্রেতা আব্দুল মোতালেব বলেন, “সবজি আসছে না বৃষ্টির জন্যে। সবজি না আসায় দাম বেড়ে গেছে। তবে এখনো তেমন বাড়েনি। কিছুটা বেড়েছে।”

আরেক সবজি বিক্রেতা মো: বাহার বলেন, পাইকারী বাজারে তাদেরকে প্রতিটি পণ্য আগের চেয়ে ২০-৩০ টাকা বেশি দামে ক্রয় করতে হচ্ছে। একই সঙ্গে সরবরাহ কমের কারণে পরিবহণ খরচও অনেক বেড়েছে।

একাধিক ক্রেতা জানান, প্রশাসনের তদারকি না থাকায় বিভিন্ন অযুহাত দেখিয়ে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মত খাদ্যপণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন। বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম আগের চেয়ে বেশি। কিছু পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিলেও তা মানছে না ব্যবসায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!