শহর প্রতিনিধি :
ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবীতে শহরের ডা. সাজ্জাদ মিলনায়তন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে প্রগতিশীল নাগরিক পরিষদ ফেনীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গিয়াস উদ্দিন ভূইয়া। সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আলমগীর ও প্রগতিশীল নাগরিক পরিষদ ফেনীর সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ চৌধুরী। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা একরামুল হক, খেলাফত মজলিস ফেনী সভাপতি মাওলানা মোয়াজ্জম হোসেন জাফরী, ফেনী জেলা জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চু ,ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রগতিশীল আইনজীবী পরিষদ ফেনীর আহ্বায়ক এডভোকেট সমির চন্দ্র কর, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি ফুলগাজী উপজেলা শাখার সভাপতি, সাবেক চেয়ারম্যান কাজী একরাম উল্লাহ শাবলু, সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন ফেনীর সভাপতি অ্যাডভোকেট ইমাম উদ্দিন ভূঁইয়া, ন্যাশনাল আমি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমূখ।
সভায় বক্তারা ফেনীতে চায়নার উপহারস্বরূপ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যেভাবেই হোক ফেনীতে যাতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপিত হয় সেজন্য প্রয়োজনীয় এবং সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করার জন্য নেতৃবৃন্দ দৃঢ ব্যক্ত করে ফেনীর সকল রাজনৈতিক দল সাংবাদিক, আমলা এনজিও এবং সকল পক্ষের সহযোগিতা নিয়ে প্রয়োজনে ঢাকাতে ফেনী সমিতির উদ্যোগে ঢাকার সর্বোচ্চ ব্যক্তিদের নিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।