নিজস্ব প্রতিনিধি :
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার প্রায় ৯ মাস পর ফেনীতে বৃহস্পতিবার ভোরে ঝটিকা মিছিল করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ ধরনের একটি ভিডিও ক্লিপ ফেনীর সময় এর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, শহরের গার্ডেন সিটির সামনে থেকে কাকডাকা ভোরে মিছিলটি শুরু হয়ে আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। এসময় শহরে সড়ক বাতিগুলো জ¦লছিল।
মিছিলকারিরা ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসবে’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান’, ‘নিজাম ভাইর অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথে নিজাম ভাই’ শ্লোগান দেয়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে মিছিল শেষ করে। এদের মধ্যে কয়েকজন মুখোশ পরা ছিল। জেলা আওয়ামীলীগের ব্যানারে মিছিল হলেও পদবীধারী কাউকে দেখা যায়নি। আওয়ামীলীগ সমর্থিত একাধিক সূত্রের সাথে যোগাযোগ করে মিছিলকারীদের পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত; গত বছরের ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া গুলিবর্ষণে অন্তত ৮ জন নিহত হয়। ওইসময় তাদের হামলায় আন্দোলনকারী দেড় শতাধিক ছাত্র-জনতা আহত হয়। হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় অন্তত ২০টি মামলা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা ও হত্যা চেষ্টার অভিযানে ১২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন আদালতে দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৫ আগস্ট ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ শীর্ষ নেতাদের অনেকে দেশত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে দেশে থাকলেও ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে।