দৈনিক ফেনীর সময়

ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, ৫ নেতাকর্মী আহত

ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির  মিছিল ছত্রভঙ্গ, ৫ নেতাকর্মী আহত

শহর প্রতিনিধি :

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ফেনীতে বিএনপির কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশের লাঠিপেটায় অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির নেতাদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় নেতা-কর্মীরা লোডশেডিং ও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে নানা শ্লোগান দেন। কর্মসূচি শেষে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দেয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন দাবি করেন, ‘সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে লাঠিপেটা করে। পুলিশের লাঠির আঘাতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলকর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম আহত হন। আহত নেতাকর্মীরা স্থানীয়ভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ লাঠিপেটা করেনি। স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে সড়কে মিছিল করতে চেষ্টা করেন। কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না যেতে পারেন, সেজন্য আমরা তাদের সরিয়ে দিয়েছি। কাউকে আটকও করা হয়নি।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক তপন কর, সহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!