নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব। প্রথমধাপে জেলায় ৪৩টি পরিবারকে ঘর নির্মাণ ও সংস্কারের জন্য সাড়ে ৬ লাখ টাকা সহায়তা দেয়া হয়। একইদিন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫শ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। একইদিন দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকার আনু মিয়াজী বাড়ী প্রাঙ্গণে অর্ধশত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।
রোটারী নেতৃবৃন্দ জানান, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকার ৩৯ পরিবারকে নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা, একই ইউনিয়নের দক্ষিন তালবাড়িয়া, সদর ইউনিয়নের উত্তর নিলক্ষ্মী, ছাগলনাইয়া পাঠাননগর ইউনিয়নের বাংলাবাজার ও সোনাগাজী উপজেলায় ৪ পরিবারকে ঘর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা করে নগদ ২ লাখ টাকা দেয়া হয়।
রোটারী বিভিন্ন ক্লাবের সমন্বয়ে গঠিত ফান্ড থেকে পুনর্বাসন কর্মসূচী শুরু হয়। এসময় রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর পাস্ট প্রেসিডেন্ট জালাল উদ্দিন বাবলু, ফেনী অপুর্ব এর পাস্ট প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত মুক্তা, সদ্য প্রাক্তন সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব লালবাগ ফোর্ড এর পাস্ট প্রেসিডেন্ট এক্স-রোটার্যাক্টর এস.এম হুমায়ুন পাটওয়ারী, রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটন এর পাস্ট প্রেসিডেন্ট তোফাজ্জল পাটওয়ারি হিমু, রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, চার্টার প্রেসিডেন্ট জিয়াউদ্দিন হায়দার, আই.পি.পি মুহাম্মদ আবদুল আহাদ, ট্রেজারার লুৎফুন্নেসা, সদ্য প্রাক্তন জেলা রোটার্যাক্ট প্রতিনিধি শরিফুল ইসলাম অপু, ফেনী ফাউন্ডেশন এর পরিচালক কামরুল হাসান রানা, রোটার্যাক্টর আব্দুর রহিম, রোটার্যাক্টর সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।