নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা পেতে কেউ ঘুষ বা কমিশন চাইলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিবো। এ টাকা পেতে কখনো কাউকে পার্সেন্টেস দিতে হয় না। কোন দালাল যদি টাকা চাই মনে করবেন প্রতারনা করছে। আমার অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী যদি ঘুষ চায় তাহলে আমায় জানাবেন। অধিগ্রহণের টাকা পেতে ১ টাকাও খরচ করতে হয় না।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরনের টাকার চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার মো: শাহীন আলম।
সভায় ১৭ জনকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানী তৈল পরিবহন প্রকল্প’ এবং সোনাগাজী সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরনের ১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকার চেক বিতরন করা হয়।