শহর প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফেনী পিটিআই মাঠে ফেনী জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ ও লোকজ মেলার সমাপনি অনুষ্ঠানে মঞ্চস্থ হলো সুকুমার রায়ের জনপ্রিয় নাটক ‘অবাক জলপান’। যেখানে অভিনয় করে ইথেরিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। রবিবার অনুষ্ঠিত এই নাট্য পরিবেশনা ছিল বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী নাট্যকার ও নির্দেশক সুমন ইকবাল -এর নির্দেশনায় ফেনীর মঞ্চে চতুর্থ নাটক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম বাতেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হেসেন।
শিশুদের প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ হয়ে অতিথিরা মঞ্চে উঠে এসে শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের উৎসাহ দেন।
পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘শিশুদের অভিনয়ে যে নিষ্পাপ আবেগ ও দক্ষতা প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের নাট্যচর্চা শুধু শিক্ষার্থীদের সৃজনশীলতাই বাড়ায় না বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসও গড়ে তোলে। ফেনীর মঞ্চে এমন উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘ফেনীতে নাট্যচর্চার এমন উদ্যোগ সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও নতুন নাটক নিয়ে মঞ্চ আলোকিত হবে বলে আশা প্রকাশ করেন।’
নাটক শেষে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। ইথেরিয়াল স্কুলের এমন সাংস্কৃতিক আয়োজন ফেনীর শিল্প-সাহিত্যের অঙ্গনে এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।