দৈনিক ফেনীর সময়

ফেনীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনীতিক নেতাদের ঐক্যমত

ফেনীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনীতিক নেতাদের ঐক্যমত

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যমত প্রকাশ করেছেন বিএনপি-জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবাই মিলে এক সঙ্গে সহাবস্থান নিশ্চিত ও ফেনীকে নতুনভাবে সাজানোর অঙ্গিকার ব্যক্ত করেছেন তারা।

নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিষ্টদের অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে অনেকে। ওই দলের গুটিকতেক জনপদকে জিন্মি করে টাকার পাহাড় গড়েছেন। রামরাজত্ব প্রতিষ্ঠা করেছেন। এককভাবে সবকিছু চালিয়েছেন। কোন বিশেষ জায়গা থেকে সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা হয়েছে। দীর্ঘদিন সুস্থ রাজনৈতিক, সামাজিক ভাবধারা ছিল না। মামলা, হামলা, দূর্নীতি ও লুটপাটের চিত্র পেছনে রেখে জঞ্জাল মুক্ত সমাজ গড়তে হবে। সবার মতামতের ভিত্তিতে সামাজিক সকল কর্মকান্ড পরিচালিত করা হোক। বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেয়া মানুষরা ঐক্যবদ্ধ হলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

রবিবার রাতে ফেনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভায় বক্তাগণ এভাবে তাদের অভিমত ব্যক্ত করেন।

শহরের ডা: সাজ্জাদ হোসেন (ডক্টরস রিক্রিয়েশন ক্লাব) মিলনায়তনে এ সভার আয়োজনে সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি সাংবাদিক শুকদেব নাথ তপন, জেএসডি সাধারণ সম্পাদক সামছুদ্দিন মজুমদার, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সানা উল্যাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, পুরোহিত নারায়ন চন্দ্র, নারী নেত্রী কামরুন নাহার মনি, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমান ও রইসুল ইসলাম রিমন, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবদীন রাসেল।

সুজন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের পরিচালনায় গঠণতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম। সভায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে বক্তাগণ গুরুত্বারোপ করেন।

এছাড়া দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টিএইচপি র অনুপ্রেরণায় একটি বহুদলীয় প্লাটফর্মস‘ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) গঠিত হয়। যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে। বক্তাগণ সদর উপজেলায় সহিংসতা নিরসন ও শান্তি-সম্প্রীতি স্থাপনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন। শেষে সবার মতামতের ভিত্তিতে মোরশেদ হোসেনকে সমন্বয়কারিসহ ৩০ সদস্যদের পিএফজি গ্রুপ গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!