দৈনিক ফেনীর সময়

ফেনীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম. আবদুল্লাহকে সংবর্ধনা

ফেনীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম. আবদুল্লাহকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :

বাাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ফেনীর কৃতি সন্তান, বরেন্য সাংবাদিক এম. আবদুল্লাহ বলেছেন, “দেশজুড়ে যারা ফ্যাসিবাদের দোসর হয়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে দাফন করেছেন তাদের বিচার হওয়া উচিত। যারা সেদিন প্রকাশ্যে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট সরকারকে ধরে রাখতে চেয়েছে তাদের বিষয়েও অনুসন্ধান হওয়া দরকার। ঢাকার বাইরে দেশে সর্বোচ্চ একদিনে ফেনীর মহিপালে ব্রাশফায়ারে ৯ জনকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে বর্বরোচিত এ হত্যাকান্ড বিশ^ বিবেককে নাড়া দিয়েছে। এর পরদিনই দেশ স্বাধীন হয়েছে।”

বাাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হওয়ায় মঙ্গলবার বিকালে শহরের বেষ্ট ইন হল রুমে এম. আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন।

বিগত সরকার আমলে পেশাদার সাংবাদিকরা বঞ্ছিত হয়েছেন উল্লেখ করে এম. আবদুল্লাহ বলেন, “বিগত ১৫ বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৬ হাজার সাংবাদিককে সহায়তা করা হয়েছে। এর মধ্যে নয়া দিগন্ত পত্রিকার শুধুমাত্র একজন সাংবাদিক সহায়তা পেয়েছেন। ভিন্নমতের সাংবাদিকরা সহায়তা থেকে বঞ্ছিত হতেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নির্দেশনায় স্বচ্ছতার সাথে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পরিচালনা হচ্ছে।”

তিনি আরো বলেন, “সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। সাংবাদিকতা নিয়ন্ত্রন করতে আওয়ামীলীগ এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিল। পেশাদার সাংবাদিকদের তথ্য রাখতে আমাদের উদ্যোগ। প্রবীণ ও অবসরকালীন সময়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তার বিষয়টি চিন্তা-ভাবনা করা হচ্ছে। সাংবাদিক সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ রয়েছে।”

যমুনা টিভি প্রতিনিধি আর.এম আরিফুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, বাাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টেলিভিশনের সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঞা, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম. এমরান পাটোয়ারি, সোনাগাজী প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহমদ নাছির, ছাগলনাইয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির লিটন, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন।

শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় কর্মরত ৩২ জন সাংবাদিককে অনুদান প্রদান করেন বাাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ। অনুষ্ঠানে এম. আবদুল্লাহকে দৈনিক ফেনীর সময় পরিবারের পক্ষ থেকে ক্রেষ্ট ছাড়াও ফেনীতে কর্মরত সাংবাদিক, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), দৈনিক স্টার লাইন পত্রিকা সহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!