দৈনিক ফেনীর সময়

ফেনীতে সাহিত্যের কাগজ ঝিনুকের মোড়ক উম্মোচন

ফেনীতে সাহিত্যের কাগজ ঝিনুকের মোড়ক উম্মোচন

শহর প্রতিনিধি : ফেনীতে সাহিত্য ভিত্তিক ত্রৈমাসিক ঝিনুক’র মোড়ক উম্মোচন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ ডাক্তার সাজ্জাদ হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। কবি ওবায়েদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বুলবুল সিকিউরিটিজের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এ,এস,এম শাহুদুল হক বুলবুল, কবি শিখা সেন গুপ্তা, কবি মঞ্জুর তাজিম, কবি উত্তম দেবনাথ, কবি ইকবাল আলম, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, কবি ও গবেষক সাইফুদ্দিন শাহীন, কবি ফরিদা আখতার মায়া, কবি ও গল্পাকার রোকাসানা শাহীন, কবি শারমিন নিশু, সাংবাদিক ও কলামিস্ট ইমরান ইমন , সাংবাদিক, আবু তাহের ভূঁইয়া, এন,এন জীবন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী পরাণ, ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও ঝিনুক’র সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক উম্মে হাবিবা ঝিনুক। বক্তব্য রাখেন এডভোকেট এএসএম শহীদুল্লাহ। পরে ত্রৈমাসিক ঝিনুকের মোড়ক উম্মোচন শেষে আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠের আসরে অংশ নেন আগত কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার ফেনী সম্পাদক জমির বেগ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ডাক্তার নাজমুল হক ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জয়িতা লুৎফুন নাহার, এনজিও কর্মী ফরিদা আক্তার, সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া, আতিকুল আলম রোজেন প্রমুখ।

সাংবাদিক নেতা জসিম মাহমুদ জানান, ফেনীতে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ঝিনুক পত্রিকাটি ফেনীর সাহিত্য ও মৌলিক লেখা দিয়ে পথচলা শুরু করেছে। সকলের সহযোগিতায় সাহিত্যের পত্রিকা ঝিনুক ফেনীর কবি-সাহিত্যিকদের মুখপাত্র হিসাবে কাজ করে যাবে। পত্রিকাটিকে ইস্যুভিত্তিক সাহিত্য চর্চার একটি বড় ফ্ল্যাটফর্ম করতে আমরা কাজ করে যাবো। এজন্য ফেনীর কবি ও সাহিত্যিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!