নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পুলিশের উদ্যোগে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ‘মার্কস এক্টিভ স্কুল চীস ক্যাম্প’ আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০টি দল অংশগ্রহণ করছে।
শনিবার জেলা পুলিশের ড্রিল শেডে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, দাবা ফেডারেশনের সদস্য বাহার উদ্দিন বাহার।
প্রতিযোগিতা আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রশিক্ষক প্রদান করেন নাসির হাসান ও সুমন নাথ।