দৈনিক ফেনীর সময়

ফেনীতে হাজ্বীদের প্রশিক্ষণ ও দোয়া

ফেনীতে হাজ্বীদের প্রশিক্ষণ ও দোয়া

শহর প্রতিনিধি :

ফেনীতে রায়হান ওভারসীজ আর রাহিল হজ্ব কাফেলার উদ্যোগে হাজ্বীদের প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

শহরের ডিএম কমিউনিটি সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ। কাফেলার পরিচালক আলহাজ্ব গোলাম মাওলার সভাপতিত্বে ও পরিচালক কামরুজ্জামান মাসুমের পরিচালনায় প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত আলোচনায় অংশ নেন পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খন্দকার, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, সেনবাগের তাহিরপুর মাদরাসার সুপার মাওলানা মজিবুর রহমান, মসজিদে নূর খতিব মাওলানা শরফুদ্দীন নাঈম, আল আরব হজ্ব কাফেলার পরিচালক শাহজালাল ভূঞা।

কর্মশালায় হজযাত্রীদের ইহরামের কাপড় পরিধান, ইহরাম বাঁধার নিয়ম, মিনা, আরাফাত, মুজদালিফায় হজে অত্যাবশ্যকীয় করণীয়সহ হজের মাসালা-মাসায়েল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। শেষে হজ্বযাত্রা নিরাপদ ও হাজীদের সুন্দর সুস্থভাবে যাতে হজ পালন করতে পারে এর জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।

কামরুজ্জামান মাসুম জানান, রায়হান ওভারসীজ আর রাহিল হজ্ব কাফেলার উদ্যোগে ১শ ২৭ জন নারী-পুরুষ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাচ্ছেন। আগামী ২৩ মে তারা সকাল ১০টা ৪৫মিনিটে রাজধানীর শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানমন্দর থেকে বাংলাদেশ বিমানে রওনা হবেন। ৫ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!