আলী হায়দার মানিক :
ফেনীতে কৃষকদের মাঝে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সবজি চাষে উৎসাহ প্রদান করতে প্রায় ২০ হাজার কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার প্রদান করা হবে। বিনামূল্যে পাওয়া বীজ ও সার দিয়ে ১৯ হাজার ২শ বিঘা জমি চাষাবাদ করা যাবে। আগামী সপ্তাহে এ বীজ ও সার প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি নির্ভর এদেশে কৃষিকে আরো বেগবান করার লক্ষ্যে চলতি বছর জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও প্রণোদনা দেয়া হবে। উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ ও সরবরাহ করা হবে। ফেনী সদর উপজেলায় বিনামূল্যে সরিষা বীজ ১১ টন ৬শ ৩১ কেজি। বারি সরিষা-৯- ২ হাজার ৪শ ১৩ কেজি, বারি সরিষা-১৪- ৭ হাজার ৫শ ৪৭ কেজি, বারি সরিষা-১৭- ১ হাজার ৪শ ১ কেজি, বিএডিসি-১- ২শ ৭০ কেজি প্রদান করা হবে। খেসারি ৬ টন ৪ হাজার কেজি। বারি খেসারি-১- ১ হাজার ২শ কেজি, বারি খেসারি-২- ১ হাজার ৬শ কেজি, বারি খেসারি-৩- ২ হাজার ৮শ কেজি, বিনা খেসারি ৪শ কেজি, মসুর বারি-৬- ৪শ ২০ কেজি, মসুর বারি-৭- ৯শ ১০ কেজি, মসুর বারি-৮- ৪শ ২০ কেজি, সয়াবিন বারি-৫- ৭শ ১১ কেজি ও সয়াবিন বারি-৬- ৮৯ কেজি প্রদান করা হবে। এছাড়াও গম, ভ‚ট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার প্রদান করা হবে। ১৯ হাজার ২শ বিঘা জমি চাষ করা হবে। ১৩ হাজার ৫শ বিঘা সরিষা চাষ করার জন্য বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে। প্রতিটি কৃষক ১ বিঘা করে চাষাবাদের জন্য বীজ ও সার পাবেন।
জানতে চাইলে ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: একরাম উদ্দিন ফেনীর সময় কে জানান, ক্ষুদ্র ও প্রান্তিক প্রকৃত কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে মৌসুমী সবজি চাষের জন্য ১০টি ফসলের মাঝে ৯টি ফসলের বীজ ও সার প্রদান করা হবে। বিশেষ করে তেল ফসলের উৎপাদন যেন বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দেয়া হয়েছে। কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারলে ফেনীর প্রত্যান্ত অঞ্চলে সবজি চাষে সবুজ বিপ্লব ঘটবে।
সিনিয়র সহকারী পরিচালক (ডাল ও তৈল বীজ) মো: আওলাদ হাসান সিদ্দিকী ফেনীর সময় কে জানান, বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে আমাদের দেশে মাটি সোনার চাইতেও খাটি। যেখানে যে কোন ফসল লাগানো হয় সেখানে সেই ফসল উৎপাদন হয়। এটি বিশ্বের অন্য কোন দেশে নেই। তাই বলা যায় আমরা সবার চাইতে এগিয়ে আছি। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার খুবই আন্তরিক।