দৈনিক ফেনীর সময়

ফেনীর ছয় উপজেলায় শীতার্তদের কম্বল দিচ্ছে আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান

অনলাইন ডেস্ক:

ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ জেলার ছয় উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুরে শহরের ট্রাংক রোডস্থ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে সপ্তাহব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় জেলার প্রতিটি উপজেলার প্রতিনিধিদের নিকট কম্বল হস্তান্তর করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শামীমা মাহামুদ, যুগ্ম আহবায়ক আব্দুল বারিক, লায়ন দ্বীন মোহাম্মদ ও সাবেক সদস্য সচিব মিটু খান
সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শীতের মধ্যে উনারা যে অসহায়, নিম্নবিত্ত মানুষদের জন্য এভাবে পাশে দাঁড়িয়েছে। আসলে মানুষ মানুষের জন্য। এটা হচ্ছে যে যারা দিচ্ছেন তারা তাদের কর্তব্য থেকেই দিচ্ছেন। আর আপনারা যারা গ্রহণ করতে আসছেন এটা হচ্ছে আপনাদের পাওনা। এটা এমন না যে, আপনারা প্রতিবছর হাত পাতবেন। এটা হলো, যারা নিচ্ছেন, আগামীতে আপনাদের সন্তানদের অথবা পরবর্তী প্রজন্মকে এমনভাবে তৈরি করুন, যাতে তারাও একসময় মানুষের পাশে দাঁড়ায়। উনারা যেটা দিচ্ছেন, ৬ উপজেলায় চাহিদার তুলনায় নিতান্তই কম। কিন্তু আয়োজকরা অনেক মহৎ, অনেক বড় কাজ করছেন। উনাদের দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন।”
এ সময় তিনি আরো বলেন, “আমাদের এ সমাজে যারা স্বেচ্ছাসেবী সংগঠক আছেন, আমি মনে করছি যে আসলে তারা মহান আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনারা সবাই দুয়া করবেন। আপনারা এবার বন্যার সময় দেখছেন, আমাদের সংগঠকরা, আমাদের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সামাজিক সংগঠন তারা এভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের যে কোন বিপদে তারা দাঁড়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!