নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার বন্দরনগরি চট্টগ্রামে শুরু হতে যাওয়া বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ফেনীর প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সমাবেশে ফেনী জেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছে বলে দলীয় সূত্র জানায়।
ওই সূত্র জানায়, ইতিমধ্যে ফেনী জেলা থেকে প্রায় ৫ হাজারের বেশি নেতাকর্মী চট্টগ্রামে পৌঁছেছেন। কর্মসূচীতে অংশ নিতে বাধা হিসেবে পরিবহন চলাচল বন্ধ সহ নানাভাবে হয়রানি করা হতে পারে এমনটি মনে বিএনপি নেতৃত্ব নানা কৌশল বেছে নিয়েছে। শীর্ষ নেতাদের মধ্যে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গতকাল মঙ্গলবার থেকেই চট্টগ্রাম অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু বিমানে পৌঁছেন। ওই বহরে ফেনীর নেতাদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা যুবদল সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনও ছিলেন। এছাড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন চট্টগ্রামে পৌঁছেছেন। বুধবার ভোরে ঢাকা থেকে রওনা হবেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।
এদিকে একটি সূত্র জানায়, উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিতে প্রতিটি উপজেলায় বাস-মাইক্রোবাস দেয়া হয়েছে। জেলা ও উপজেলা বিএনপির নেতারা আজ সকালেই রওনা হবেন।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, নেতাকর্মীরা অংশ নিতে ফেনী থেকে আজ ১শ বাস-মাইক্রোবাস চট্টগ্রামের পথে রওনা হবে। এর বাইরে ব্যক্তিগত গাড়ীতে অনেকে যাবেন।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা ফেনী থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ার টার্গেট করলেও ইতিমধ্যে ৫ হাজারের বেশি পৌঁছে গেছে। বিভাগীয় সমাবেশে মানুষ যেন না যেতে পারে সেটি মাথায় রেখে কৌশল ঠিক করা হয়েছে।