দৈনিক ফেনীর সময়

ফেনীর ৫৭ স্কুল-মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

ফেনীর ৫৭ স্কুল-মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে তাঁর জন্মদিনে ফেনী জেলায় ৫৪টি ডিজিটাল ল্যাব ও ৩টি শেখ রাসেল স্কুল অব ফিউচারের উদ্বোধন করা হয়েছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে মঙ্গলবার ফেনী সহ সারাদেশে ৫ হাজার ল্যাবের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ। এসময় প্রধান শিক্ষক সফিউল আলম সহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফেনী সেন্ট্রাল হাই স্কুলে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হুসেইন পাটোয়ারী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশ্রাফুল আলম গীটার, সদস্য জাফর উল্ল্যাহ, নজরুল ইসলাম, তপন বসাক, সাইমুন নাহার সুমি, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন প্রমুখ অংশ নেন।

জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ জানান, শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের ফলে আজকের শিশুরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে সবরকম সুবিধা পাবে। উন্নত প্রযুক্তির সমন্বয়ে একবারে গ্রাম পর্যায়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!