নিজস্ব প্রতিনিধি :
ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ফেনী শহরে বর্ণিল শোভাযাত্রা হয়েছে। এছাড়াও চলতি বছরের শেষ দিকে নানা অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি চলছে।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল। শোভাযাত্রাটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, পুরাতন জেল রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এতে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শত বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লিয়াকত আলী, শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবদীন, যুগ্ম-সম্পাদক আহমেদ আলী বিভোর, ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, জিএস রবিউল হক রবিন, মুক্তিযুদ্ধ সম্পাদক নুর করিম জাবেদ, ছাত্রলীগ সভাপতি নোমান হাবিব সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থীগণ অংশ নেন।
শোভাযাত্রায় কলেজের শতবছর উপলক্ষ্যে রঙ-বেরঙের প্ল্যা-কার্ড শোভা পায়। এদিনে কলেজের প্রশাসনিক ভবনের পাশে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হোস্টেলে ১০ ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে আসন বরাদ্দ দেয়া হয়।
বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে শতবছর পূর্তি উদযাপন কমিটির এক সভা হয়। সভায় কমিটির আহবায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
কলেজ প্রতিষ্ঠার ইতিহাস থেকে জানা গেছে, ১৯২২ সালের ৮ আগষ্ট ফেনী কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দক্ষিণ পূর্ব বাংলায় ৪টি কলেজের মধ্যে একটি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯২২ সালের ৮ আগষ্ট ফেনী কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হলেও কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় ১৯১৯ সালের ১ সেপ্টেম্বর। ১০০ বছর পূর্তি উৎসব তিন প্রজন্মের মিলনমেলায় আনন্দমুখর হয়ে উঠবে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ।