নিজস্ব প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফেনী সরকারি কলেজে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।
হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের প্রভাষক ফাহিমা আরজুমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবদীন। এছাড়া বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: হুমায়ুন কবীর, প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বিজয় কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে বিজয়ী ৩ জন করে ৬ শিক্ষার্থী এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এর আগে কলেজের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।