দৈনিক ফেনীর সময়

ফেনী কোর্ট বিল্ডিং মসজিদে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহন

নিজস্ব প্রতিবেদক :

ফেনী শহরের কোর্টবিল্ডিং মসজিদে বৃহস্পতিবার যোহরের নামাজের পর একজন বৌদ্ধধর্মাবলম্বী যুবক কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করে। রবি ত্রিপুরা নামের ওই যুবক যোহরের নামাজের পর শতশত মুসল্লির উপস্থিতিতে কোর্ট বিল্ডিং মসজিদের খতিব মাওলানা মীর হোসেনের হাতে হাতরেখে কলেমা পড়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহন করে। নওমুসলিম হিসেবে দীক্ষা নেয়া যুবকের বর্তমান নাম মোহাম্মদ হামিদ মনসুর। তার পিতার নাম মংচান ত্রিপুরা, মাতা পূর্ণ বালা ত্রিপুরা, গ্রাম: নারায়নপারা, উপজেলা : গুঁইমারা, জেলা : খাগড়াছড়ি। হামিদ মনসুর (রবি ত্রিপুরা) জানায় সে সম্পূর্ণ স্বেচ্ছায় স্বজ্ঞানে কাহারো প্ররোচনা ব্যতিত ইসলাম ধর্ম গ্রহনে আগ্রহী হয়ে উঠে। সে বিভিন্ন সময় ইসলাম ধর্মের রীতিনীতি চর্চা দেখে আসছিলো।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে বিভিন্ন ইসলামি বক্তার বয়ান শুনে শুনে ইসলাম ধর্মের প্রতি আরো গভীরভাবে অনুগামী উঠে। সে বেশ কিছু দিন ধরে কোর্ট বিল্ডিং মসজিদের খতিবের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে বৃহস্পতিবার বাদ যোহর চুড়ান্ত ভাবে ইসলাম ধর্ম গ্রহন করে।

মসজিদের খতিব মাওলানা মীর হোসেন জানান, ইতিমধ্যে একজন দ্বীনি ভাই এই নওমুসলিমের জন্য চাকুরির বন্দোবস্ত পাকা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!